জাতীয় ক্রীড়া দিবসে ৮ জন খেলোয়াড়কে সংবর্ধনা হাইলাকান্দি রোটারি ক্লাবের

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবসে হাইলাকান্দি জেলার আটজন খেলোয়াড়কে উৎসাহ করতে এগিয়ে এল হাইলাকান্দি রোটারি ক্লাব। হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় দুই ভলিবল খেলোয়াড় যথাক্রমে শাহনেওয়াজ লস্কর ও সানিয়া বেগম লস্করকে।ক্রিকেটার দুইজন স্মিত বিশ্বাস ও রেশমি সিনহা, টাইকোণ্ডতে সুপালি চন্দ ও এল ওয়াংগলেন সিংহ এবং তৃতীয় আসাম প্যারা অলিম্পকে সাঁতারে রৌপপদক প্রাপক বিশেষ ভাবে সক্ষম সাঁতারু গোবিন্দ চন্দ্র নাথকে। তাছাড়া অন্যান্য ইভিণ্টে জেলা তথা রাজ্য স্তরে বিশেষ সফলতা প্রাপক খেলোয়াড়দের উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানান ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী, প্রাক্তন সভাপতি সমীরণ পাল, হরোকিশোর চন্দ,শংকর চৌধুরী এবং বিশেষ অতিথি অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বরুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন এজি তথা সভাপতি হরকিশোর চন্দ। তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে রোটারির কর্ম পদ্ধতি এবং ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

এদিন সরসপুর চা বাগানের প্রবন্ধক মনোজ কুমার সিনহা এবং তরুণ ব্যাবসায়ী দীপক কুমার দে ক্লাবের সদস্য পদ গ্রহণ করেন।তাদের স্বাগত জানান মেম্বারশিপ চেয়ারম্যান সমীরণ পাল সহ ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী। শপথ গ্রহণ করান প্রাক্তন সভাপতি হরকিশোর চন্দ।

জাতীয় ক্রীড়া দিবসে ৮ জন খেলোয়াড়কে সংবর্ধনা হাইলাকান্দি রোটারি ক্লাবের
বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বরুয়া।

পরবর্তীতে ক্রীড়া দিবসের প্রেক্ষাপটে হকির জাদুকর মেজর ধ্যান চান্দের উপর বক্তব্য রাখেন শংকর চৌধুরী। তাছাড়া ও মুখ্য অতিথি অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বরুয়া ক্লাবের এই উদ্যোগের সাধুবাদ জানান এবং সংবর্ধনা প্রাপকদের অভিনন্দন জানান। সভাপতি বিভাভূষণ চক্রবর্তী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার কাজ সম্পন্ন করেন।

জাতীয় ক্রীড়া দিবসে ৮ জন খেলোয়াড়কে সংবর্ধনা হাইলাকান্দি রোটারি ক্লাবের
জাতীয় ক্রীড়া দিবসে ৮ জন খেলোয়াড়কে সংবর্ধনা হাইলাকান্দি রোটারি ক্লাবের

Author

Spread the News