অসম বিধানসভায় জুম্মার নামাজের বিরতি বাতিল
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : আজ বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাস করেছে। অসম বিধানসভায় প্রতি শুক্রবার মুসলিম বিধায়কদের জুম্মার নামাজের বিরতি বাতিল করেছে। অসম বিধানসভার পরবর্তী অধিবেশন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। উল্লেখ্য, সৈয়দ সাদুল্লাহর আমল থেকে যে নিয়ম চালু আছে, তা দেশের অন্য কোনও রাজ্যে নেই।
সিদ্ধান্তটি শাসক দল সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল, তবে বেশ কয়েকজন মুসলিম বিধায়ক বলেছেন যে এটি সর্বসম্মত নয় এবং এটিকে কিছু বিজেপি বিধায়কের সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।
কিছু ইসলামিক আইনপ্রণেতা খোলাখুলিভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পরিবর্তে দুঃখ প্রকাশ করেছেন। কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী সাংবাদিকদের বলেন, “এটি খুবই দুঃখজনক যে এই ব্যবস্থাটি স্বাধীনতার আগে ১৯৩৬ সাল থেকে চালু ছিল।” কিন্তু হঠাৎ করে কেন এই ব্যবস্থা বদলাতে হলো তা আমরা বুঝতে পারছি না।
বিধায়ক আমিনুল ইসলাম বলেন, মুসলমানদের জন্য দৈনিক ৫ ওয়াক্ত নামাজ রয়েছে। তবে সময় না থাকলে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন। তবে জুম্মার নামাজ একা বাড়িতে পড়া হয় না। নির্ধারিত সময়ে জামাতে এই নামাজ পড়তে হবে। তাই জুমার নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রয়োজনে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত নামাজের জন্য দুই ঘণ্টা বন্ধের সময় কমিয়ে এক ঘণ্টা করার জন্য তিনি বিধি কমিটির প্রতি আহ্বান জানান।
এদিকে বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। শুক্রবার কারও জন্য, বৃহস্পতিবার কারও জন্য বন্ধ করা উচিত নয়। যেহেতু আমাদের ছুটির দিন রবিবার। যদি এমন হয় তবে বৃহস্পতিবার আমাদের এবং সোমবার আমাদের বোনদের ছুটি দিন। তারা সোমবার শিব মন্দিরে, কেউ মঙ্গলবার হনুমান মন্দিরে, কেউ শনিবারে শনি মহারাজের পূজা করতে যান। এমনটা হলে কর্মদিবসে কেউ থাকবে না। আমি মনে করি সবার কাজ করা উচিত। আমাদের কাছে কর্মই ধর্ম। আমি যদি বৃহস্পতিবার মন্দিরে গিয়ে বসে থাকি, আমার কাজ কে করবে।