হাইলাকান্দি নেতাজি স্মরণ সমিতির ব্যাপক কার্যসূচী জন্মদিনে

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম  জন্মদিন সারা দিনব্যাপী বিভিন্ন কার্য্যসূচির মাধ্যমে পালনের সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ সমিতি। এউপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্মরণ সমিতির সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সোমবার সকাল ৮টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে নেতাজির প্রতিকৃতি নিয়ে এক সুসজ্জিত ট্যাবলো সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ সামাজিক ও সাংস্কৃতিক মনস্ক জনগণকে অংশগ্রহন করতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অসমের বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। সংস্থার সহ সভাপতি সন্দীপ পাল জানান, ইতিমধ্যে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ছাত্র ছাত্রীদের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। সাংস্কৃতিক সম্পাদক শঙ্করী চৌধুরী জানান, ওইদিন রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে “ধনধান্যে পুষ্পে ভরা…” সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এছাড়াও স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত ও নৃত্য এবং একটি নৃত্যনাট্য পরিবেশিত হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ড. শতানন্দ ভট্টাচার্য, অঞ্জন সাহা, রফি আহমদ মজুমদার, জয়ন্ত দাস, সত্যজিৎ সেন, পিঙ্কু দত্তগুপ্ত, ভোলন শুক্লবৈদ্য, বিশাল পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

Spread the News