হাইলাকান্দি আর্য ভট্ট বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দিনভর বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যসূচির মধ্য দিয়ে শেষ হলো আর্য ভট্ট বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ হাইলাকান্দি ব্লকের উদ্যোগে ও আসাম বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশসুপার তথা জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র বর্তমান গুয়াহাটি নিবাসী থাম্বাল সিংহ ফিতা কেটে বিজ্ঞান প্রদর্শনীর উদ্ঘাটন করেন। সঙ্গে আমন্ত্রিত ছিলেন মুখ্য অতিথি তথা ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক স্বপনকুমার রায়। তাঁরা সকল ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শন পরিদর্শন করেন ও তাদের সঙ্গে মত বিনিময় করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়ার স্বাগতিক বক্তৃতার পর বক্তব্য রাখেন থাম্বাল সিংহ, স্বপন কুমার রায় এবং আসাব উদ্দিন লস্কর।

সারাদিন চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে ছিল বিজ্ঞান ও প্রযুক্তিগত মডেল তৈরি প্রতিযোগিতা, পোস্টার অঙ্কন প্রতিযোগিতা, আইডিয়া কম্পিটিশন এবং তাৎক্ষণিক  বক্তৃতা প্রতিযোগিতা ও অতিথিদের বৃক্ষরোপণ।

বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরিতে প্রথম স্থান অধিকার করে জেকবপুর এমই স্কুলের পায়েল নাথ ও লকি দাস জুটি। তারা অত্যাধুনিক বহনক্ষম কৃষি পদ্ধতি প্রিস্তুত করে। দ্বিতীয় স্থান অধিকার করে হলিব্লেন্ড ন্যাশনেল স্কুলের ফিরদৌসা খানম চৌধুরি ও নৌরিন নাহাদ চৌধুরি।তাদের প্রস্ততুতি ছিল আধুনিক বর্জ নিষ্কাষন ও ব্যবস্থাপনা পদ্ধতির উপর। তৃতীয় স্থান অধিকার করে অলইছড়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী মিতালি সূত্রধর। তার প্রস্তুতি ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপর।

তাছাড়া আইডিয়া কম্পিটিশনে প্রথম হয় অলইছড়া আদর্শ বিদ্যালয়ের মেহরিন সুলতানা লিস্কর, দ্বিতীয় জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ফিরোজা বেগম বড়ভূইয়া এবং তৃতীয় স্থান অধিকার করে অলইছড়া আদর্শ বিদ্যালয়ের রূপসা দেব।

পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় হলিব্লেন্ড ন্যাশনেল স্কুলের মেহদিয়া আরমিন লস্কর, দ্বিতীয় স্থান অধিকার করে মডার্ণ পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের তাজমিনা বেগম বড়ভূইয়া এবং তৃতীয় জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সাহিদা বেগম লস্কর।

তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম আবু আশরাফ সিদ্দিক চৌধুরি, দ্বিতীয় প্রাচী উপাধ্যায় এবং তৃতীয় স্থান অধিকার করে তাজেল হোসেন।

রিসোর্স পারসনের ভুমিকায় ছিলেন আমন্ত্রিত বিজ্ঞান শিক্ষক রাজকমল সিং, স্বপন কুমার রায়, আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি জিলা সমন্বয়ক লুতফুর রহমান বড়ভূইয়া। 

দিনের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা সহকারি বিজ্ঞান মন্দির অফিসার বাহারুল ইসলাম লস্কর। শিক্ষক ফয়জুল হোসেন লস্কর, স্বপন কুমার রায়, দিলবাহার মজুমদার, আয়নুল হক বড়ভূইয়া, তাজেল হোসেন বড়ভুইয়া, সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া, আবিদা বেগম, লালা লায়ন্স ক্লাবের উপসভাপতি আনোয়ার হোসেন চৌধুরি প্রমুখ। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র সদস্য শিক্ষিকা মধুমিতা দেব। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান মানসিকতা তৈরির উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি বিজ্ঞান চেতনায় উদ্বোদ্ধ হয়ে কাজ করার উপর জোর দেন। অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং সমবেতভাবে গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে কার্যসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *