ফকিরবাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হাফিজ রশিদের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : উত্তর করিমগঞ্জের প্রাণ কেন্দ্র ফকিরবাজারে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হল। শুক্রবার ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্যে বলেন, এবার কেন্দ্রে বিজেপি আসছে না, যার ইঙ্গিত হল কেজরিওয়ালের গ্রেফতার। যাতে শাসক দলের ত্রুটি গুলো নির্বাচনী প্রচারে বিরোধীরা হাতিয়ার করতে না পেরে তার জন্যে প্রতিবাদী কণ্ঠ গুলো শ্বাসরুদ্ধ করার প্রচেষ্টায় লিপ্ত বিজেপি। তিনি বলেন, এবারের নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই। বিজেপির নাগরিকত্ব আইন, ডি ভোটার সমস্যার মত জনবিরোধী আইন গুলোর বিরুদ্ধে কথা বলার মত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান করেছেন তিনি।
বলেন, এবারের নির্বাচন নির্ভর করবে ভবিষ্যতে আর নির্বাচন হবে কি না। বলেন, দীর্ঘ বছর পর সংরক্ষণ মুক্ত হয়েছে করিমগঞ্জ। এই অবস্থায় সাধারন জাতিকে বঞ্চিত রেখে চা বাগান সম্প্রদায় থেকে বিজেপির প্রার্থী চয়ন আসল উদ্দেশ্য কৃপা জয়ী হলে একদিকে মুখ্যমন্ত্রীর রাবার স্ট্যাম্প হিসেবে থাকবেন অন্য দিকে বাঙালিকে হেয় প্রতিপন্ন করার কৌশল। কংগ্রেসি বিধায়ক বিজেপিকে সমর্থন করেছেন এতে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ।
কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, জেলা কংগ্রেস সম্পাদক বজলুল হক চৌধুরী, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, সিপিআই নেতা চন্দন চক্রবর্তী, ইয়ং বিগ্রেড সভাপতি সন্দীপ নন্দী, কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী, ভিতরগুল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমদ, আব্দুল হেকিম চৌধুরী, বদরুল হক, আবুল কালাম চৌধুরী প্রমুখ।