মাদক ও মোবাইল থেকে যুব ও পড়ুয়াদের দূরে থাকার আহ্বান হবিবুর রহমানের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : করিমগঞ্জ শহর সংলগ্ন কানিশাইলে নতুন ভাবে পথচলা শুরু করলো নবজাগরণ শিক্ষা নিকেতন নামের উন্নতমানের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কানিশাইলের তরুণ শিক্ষক ইমরান হুসাইন ও শিক্ষক আজহার উদ্দিন প্রমুখ তরুণ উদীয়মান শিক্ষকদের প্রচেষ্টায় নবজাগরণ শিক্ষা নিকেতন নামের একটি উন্নত মানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন। রবিবার জেলার বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে ফিতা কেটে ও পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বদরপুর এনসি কলেজের প্রফেসার বজলুর রহমান খানের পৌরোহিত্যে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, করিমগঞ্জ মহাবিদ্যালয়ের ভুটানি বিভাগের অধ্যাপক পার্থসারথী দাস, জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন, সোনা মিয়া, মইন উদ্দিন, সাংবাদিক খয়রুল আলম চৌধুরী, শিক্ষক আব্দুল শহিদ, শিক্ষক মহিদুল ইসলাম, শিক্ষক ইমরান হোসেন প্রমুখ।  ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর সভায় স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক আজহার উদ্দিন খান।

মাদক ও মোবাইল থেকে যুব ও পড়ুয়াদের দূরে থাকার আহ্বান হবিবুর রহমানের
বক্তব্য রাখছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

বৃহত্তর করিমগঞ্জ শহর সহ কানিশাইল এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্বেও বৃহত্তর এলাকার শিক্ষা জগতে যে অভাব ও শূন্যতা রয়েছে সেগুলোকে পূর্ণতা দেওয়ার লক্ষ্য নিয়েই তাঁদের যাত্রা শুরু হয়েছে বলে জানান আয়োজকরা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি গুণগত শিক্ষার পরিষেবা দিতে তাদের নতুন সংযোজন। এই প্রতিষ্ঠান এলাকার জন্যে এক ভিন্নতর রূপ ধরন করবে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা। ভালো কাজের আলোচনা ও সমালোচনা থাকবেই, তবে শিক্ষার ক্ষেত্রে গঠন মূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন এনসি কলেজের প্রফেসার বজলুর রহমান খান। শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি গড়ে উঠবে এলাকায় শিক্ষার মান তত বৃদ্ধি পাবে বলে বক্তব্য রাখেন করিমগঞ্জ কলেজের অধ্যাপক পার্থ সারথী দাস।

মাদক ও মোবাইল থেকে যুব ও পড়ুয়াদের দূরে থাকার আহ্বান হবিবুর রহমানের

বিশেষ করে বর্তমান ছাত্র সমাজকে মোবাইল থেকে দুরে থাকার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি দৈনিক নববার্তা প্রসঙ্গ এর সম্পাদক হবিবুর রহমান চৌধুরী।
এদিনের অনুষ্ঠানে নব প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এসিএস রেঙ্ক প্রাপ্ত আবু সাইদ মোহাম্মদ গুলজার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

Author

Spread the News