২৭ নভেম্বর : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার হামলার জায়গা একদম হোয়াইট হাউসের সামনের এলাকা। হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে ডাউনটাউন এলাকায় বৃহস্পতিবার ভোরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখম দু’জন ন্যাশনাল গার্ডের সদস্য। ঘটনায় ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
সুত্রের খবর, হোয়াইট হাউসের কাছাকাছি ওই এলাকায় টহল দেওয়ার সময় দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই বন্দুকবাজ। পালটা গুলি চালায় ন্যাশনাল গার্ডের সদস্যরাও। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন মহিলা। তাঁদের রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুল্যান্সে তোলার ছবি সামনে এসেছে। তবে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফ্লোরিডায় ছিলেন। বিষয়টি জানতে পরে কার্যত হুঁশিয়ারির সুরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি কাউকে ছাড়ব না। হামলাকারীকে বড় মূল্য চোকাতে হবে। দুই ন্যাশনাল গার্ড সদস্যের চিকিৎসা চলছে। আমি সকল সেনা, পুলিশ কর্মী, ন্যাশনাল গার্ডের পাশে রয়েছি।’
অপরাধের ঘটনায় লাগাম টানতে চলতি বছরে রাজধানী ওয়াশিংটন ডিসি’র দায়িত্ব ন্যাশনাল গার্ডের হাতে তুলে দিয়েছিলেন ট্রাম্প। তারপর থেকেই হোয়াইট হাউসের সামনে তাঁরা মোতায়েন ছিলেন। তবে এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে হামলার ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।



