গোলাগুলি মণিপুরে, দুই নাগরিকের মৃত্যু
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : ফের
মণিপুরে দুই নাগরিকের মৃত্যু ঘটল। সোমবার এক সহিংস ঘটনায় ওই দুই ব্যক্তি নিহত হয়৷
দীর্ঘ দিন ধরেই প্রায় প্রতিদিনই মেইতি ও কুকিদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। সোমবারও দুই গ্রুপের মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজ্যের কাংপোকপি জেলার হারোথেল ও কোবচা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলি চালনা হয়।
তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা এখনও বলতে পারেনি পুলিশ। সাম্প্রদায়িক সংঘর্ষে জ্বলতে থাকা রাজ্যে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন।
অতি সম্প্রতি, ১৯ নভেম্বর শনিবার, রাজ্য অতিরিক্ত পাঁচ দিনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী নভেম্বর পর্যন্ত মণিপুরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে
যাইহোক, ২৫ নভেম্বরে ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে এমন কোন নিশ্চয়তা নেই আবার আরও কয়েকদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র অসমিয়া প্রতিদিন।