প্রয়াত গৌরীশঙ্কর রায়কে সম্মান ও শ্রদ্ধা নিবেদন, কৃতজ্ঞতা

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : বরাক চা-শ্রমিক ইউনিয়নের ৭৫তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রয়াত গৌরীশঙ্কর রায়কে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এই বৃহৎ অনুষ্ঠানটি অসমের লক্ষীপুর বিধানসভা অন্তর্গত লাবক খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রূপেশ গোয়ালা। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান শ্রমিক নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘটোয়ার, ইউনিয়নের সভাপতি সংসদ কৃপানাথ মালা, ইউনিয়নের সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, ইউনিয়নের কার্যকরী সভাপতি প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা প্রয়াত গৌরীশঙ্কর রায়ের পরিবারের সদস্যদের হাতে সম্মানসূচক স্মারক তুলে দেন। উল্লেখ্য, প্রয়াত গৌরীশঙ্কর রায় ১৯৫০ সালে বরাক চা-শ্রমিক ইউনিয়নের (তৎকালীন কাছাড় চা শ্রমিক ইউনিয়ন) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ক্রমান্বয়ে যুগ্ম সম্পাদক, সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন, নিজ  মৃত্যু (০৬/১০/১৯৮০) পর্যন্ত।

তিনি অসমের কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের চারবার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ও একজন চা-শ্রমিক নেতা হিসেবে তিনি, শুধু অসম নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতেই চা-বাগানের শ্রমিকদের কল্যাণের জন্য তাঁর নিষ্ঠা ও সততার মাধ্যমে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন। অসমের চা-বাগান শ্রমিক আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা ছিলেন তিনি। এই সম্মাননা প্রয়াত গৌরী শঙ্কর রায়ের পরিবারের পক্ষে গ্রহণ করেন প্রদীপ কুমার রায়, সঞ্জীব রায় ও নন্দা রায়। প্রয়াত রায়ের কনিষ্ঠ পুত্র ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জিব রায় বরাক চা-শ্রমিক ইউনিয়ন কে নিজ পরিবার হিসেবে ব্যাখ্যা করেন ও এই সম্মানের জন্য, ইউনিয়নের প্রত্যেককে রায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রয়াত গৌরীশঙ্কর রায়কে সম্মান ও শ্রদ্ধা নিবেদন, কৃতজ্ঞতা
Spread the News
error: Content is protected !!