গুয়াহাটিতে ফের চুরি হওয়া বাইক উদ্ধার, আটক চার
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : বাইক চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গুয়াহাটি থেকে একটি চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়েছে। গুয়াহাটি পুলিশ ১১টি চুরি হওয়া দু’চাকার বাহন উদ্ধার করেছে। এবার গড়চুক পুলিশের জালে বাইক চোরের একটি দল। আটক করা হয়েছে চার বাইক চোরকে। চার চোরের নাম ইমান আলি, জুবিন বরা, গোকুল শালাই এবং সত্যজিৎ কলিতা।
গড়চুক পুলিশ তিনটি গ্ল্যামার, দু’টি পালসার, তিনটি সুপার স্প্লেন্ডার, দু’টি স্প্লেন্ডার বাইক এবং একটি স্কুটার উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া বাইক গুলোর নম্বর হচ্ছে AS 25 U 3689, AS 01 BH 8524, AS 01 EF 6091, AS 01 AJ 1539, AS 01 BD 6960, AS 01 BD 6960, AS 01 M 8308, AS 01 AV 1134, AS 25 D 4794, AS 01 DW 8584, AS 01 BG 4819, AS 25 E 3809।
উল্লেখ্য, সোমবার দিশপুর পুলিশ উদ্ধার করেছে ১৩টি বাইক। পাশাপাশি গ্রেফতার করেছে ১১ কুখ্যাত বাইক চোরকে।