বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান গোবিন্দপুরীর

কালীগঞ্জ আহমদিয়া মাদ্রাসার মহফিল সম্পন্ন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : দেশের বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানালেন উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী। বৃহস্পতিবার কালীগঞ্জ রতনপুর আল জামিয়াতুল ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার বিশেষ দোয়া মহফিলের প্রধান অতিথি ছিলেন মওলানা গোবিন্দপুরী। তিনি বলেন, দেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা না রাখলে সুন্দর ও সুষ্ঠু ভাবে দেশ পরিচালন করা যায় না। তিনি আরও বলেন, দেশে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় না থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয় না। সর্বাবস্থায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, সুপ্রিম কোর্টের ঘোষণা করা ভিত্তিবর্ষের রায়কে স্বাগত জানিয়ে বিচারপতিদের সাধুবাদ জানান মওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী। মহফিলে পৌরহিত্য করেন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মওলানা মুফতি তাহির আহমদ। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন মওলানা মুফতি হবিবুর রহমান, রতনপুর জামে মসজিদের ইমাম মওলানা ফখরুল ইসলাম, ওলানা হিলাল আর্শাদ, মওলানা সিরাজ উদ্দিন, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন সহ বিশিষ্টজনেরা।

NEW FASHION
বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান গোবিন্দপুরীর

Author

Spread the News