অন্নপূর্ণা সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার দুপুর আনুমানিক দুটোর সময় অন্নপূর্ণা সেতুর নিচে বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।
এলাকাবাসীরা জানান, কিছু লোক স্নান করতে গেলে হঠাৎ তাঁরা দেখতে পান নদীতে অন্নপূর্ণা সেতুর নিচে এসে আটকে যায় একটি মৃতদেহ। সঙ্গে সঙ্গে তাঁরা মালুগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়। এ পর্যন্ত মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।