হাইলাকান্দিতে ৩৪৮টি পূজা কমিটিকে সরকারি অনুদান

হাইলাকান্দিতে ৩৪৮টি পূজা কমিটিকে সরকারি অনুদান

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : হাইলাকান্দিতে এ বছরের দুর্গোৎসবে জেলার ৩৪৮টি পূজা কমিটিকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইলাকান্দিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার কয়েকটি পূজা কমিটির কর্মকর্তাদের হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে পূজা কমিটির কর্মকর্তাদের হাতে এই অনুদান তুলে দেবার সূচনা করেন। এতে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে  পূজা কমিটি কর্মকর্তাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রীর শারদ শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি তিনি শারদোৎসবে পরিবেশ-বান্ধব সামগ্রী ব্যবহার এবং শব্দ দূষণ প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে কমিটির কর্মকর্তাদের প্রতি আবেদন জানান।

অনুষ্ঠানে ডিডিসি এল্ডাড ফাইরিম, এডিসি অমিত পারবোসা জেলার সব সার্কেল অফিসার বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গলবার যে ৩৪৮টি পূজা কমিটিকে অনুদান দেওয়ার সূচনা হয়, এর মধ্যে লালা রাজস্ব সার্কলে ১৩৭টি পূজা কমিটি, কাটলিছড়া রাজস্ব সার্কলে ১১৪টি, হাইলাকান্দি রাজস্ব সার্কলে ৭৪ টি এবং আলগাপুর রাজস্ব সার্কেলে ২৩টি পূজা কমিটি রয়েছে।

হাইলাকান্দিতে ৩৪৮টি পূজা কমিটিকে সরকারি অনুদান

Author

Spread the News