গ্রীষ্মকালীন কর্মশালা নিয়ে সরকারের প্রশংসা পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : অসম সরকারের বিধানসভার ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হল পাথারকান্দিরতে। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমণ বিভাগের উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় পাথারকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শনিবার সম্পন্ন হল। এদিন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের প্রতাপগড় আঞ্চলিক কমিটির সহযোগিতায় পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে পনেরো দিনব্যাপী কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে কর্মশালার ইনচার্জ নীতীশ সিংহ কর্মশালার মুখ্য উদ্দেশ্যের পাশাপাশি কর্মশালার শিক্ষণীয় নানা দিক তুলে ধরেন। পরে আমন্ত্রিত অতিথি চতুরঙ্গের উপদেষ্টা শেখর পাল চৌধুরী বলেন, পাথারকান্দির সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাস সর্বজন বিধিত। এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য অসম সরকারের এই প্রয়াস সত্যি প্রশংসনীয় বলে তিনি দাবি করেন। বলেন, আজকের দিনে এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষার্থী পাথারকান্দির সাংস্কৃতিক ধারক ও বাহক। তাঁদের হাত ধরে এই সংষ্কৃতি একদিন রাজ্য সহ দেশ পর্যায়ে পৌঁছবে বলে তিনি আশাবাদী। পড়াশুনা ও খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও সমপযোগী বলে মনে করেন স্থানীয় মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষক তথা খেলাপ্রেমী লালমোহন সিনহা। তিনি বলেন, এই সাংস্কৃতিক কর্মশালা থেকে আগামীদিনে এই অঞ্চলের ছেলেমেয়েরা জেলা থেকে রাজ্য পর্যায়ে সনাম অর্জন করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

সমাপ্তি অনুষ্ঠানে চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজের ইংরেজি বিষয়ক অধ্যাপক ময়ীনুল হক বলেন, বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও  সুদৃঢ় করতে বর্তমান সময়ে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে তা এককথায় প্রশংসার যোগ্য।

গ্রীষ্মকালীন কর্মশালা নিয়ে সরকারের প্রশংসা পাথারকান্দিতে

প্রাসঙ্গিক বক্তব্যে বর্তমান সময়ের পড়ুয়াদের ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ও সভ্যতাকে টিকিয়ে রাখার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথি প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে। এর আগে শুরুতেই কর্মশালার শিক্ষিকা মেঘা দত্ত ‘আগুনের পরশমণি ছোঁয়ায় প্রাণে’ এই উদ্বোধনী রবীন্দ্রনৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে পনেরো দিনব্যাপী চলা কর্মশালায় শেখানো পাঁচটি বিভিন্ন জাতিগোষ্ঠীর দলীয় নৃত্য পরিবেশন করে প্রশিক্ষার্থীরা। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথিদের হাত দিয়ে প্রত্যেক প্রশিক্ষার্থীদের অসম সরকারের অধীন করিমগঞ্জ জেলাশাসক কর্তৃক স্বাক্ষরকৃত একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে জনপ্রিয় একটি লোকগীতি গেয়ে শোনান লিপিকা  সিনহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, মহাসভার রাজ্য সাধারণ সম্পাদক লক্ষীন্দ্র সিনহা, বিশ্বজিৎ সিনহা প্রমুখ।

Author

Spread the News