জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : সারা দেশের সঙ্গে শুক্রবার থেকে হাইলাকান্দি জেলায়ও সুশাসন সপ্তাহ পালন শুরু হয়েছে। এই উপলক্ষে “জনগণের দুয়ারে সরকার” নামক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি করে সভা অনুষ্ঠিত হচ্ছেব। সভা গুলিতে সরকারি সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কোন বিভাগ থেকে কোন পরিষেবা জনসাধারণ পাচ্ছেন তা তুলে ধরা হচ্ছে।পাশাপাশি জনসাধারণের কী কী সমস্যা তা নিরসনে বিভাগ থেকে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে।
শনিবার যেসব জিপিতে সকাল ১১ টায় সভা আহবান করা হয়েছে সেগুলি হল ধলছড়া জিপি, উমেদনগর- চন্দ্রপুর জিপি, জামিরা জিপি, মোহনপুর চন্ডিপুর জিপি। বেলা একটায় যেসব জিপিতে সভা অনুষ্ঠিত হবে সেগুলি হল বর্ণিব্রিজ জিপি, পালোইছড়া জিপি, আলগাপুর-মোহনপুর জিপি, লালাছড়া জিপি এবং গাগলাছড়া-জোসনাবাদ জিপি। এরপর বিকেল তিনটায় যে সব জিপিতে সভা অনুষ্ঠিত হবে সেগুলো হল লালাছড়া-বার্নারপুর, মনাছড়া, মাধবপুর-রামপুর জিপি, মাধবপুর জিপি এবং বাঁশবাড়ি জিপি। সংশ্লিষ্ট জিপির জনসাধারণকে তাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসের সভা গুলিতে উপস্থিত থাকতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। জেলায় প্রতিদিন ১৫টি জিপিতে একটি করে সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, শুক্রবার সকাল যেসব জিপিতে জনগণের দুয়ারে সরকার নামক সভায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ,যেগুলি হল লালামুখ জিপি, ধলাই-মলাই জিপি, আলগাপুর-মোহনপুর জিপি, নিষ্কর জিপি,জয়কৃষ্ণপুর জিপি, সুদর্শনপুর জিপি, রাঙ্গাবাক জিপি সৈয়দবন্দ জিপি, মনিপুর জিপি রংপুর রামচণ্ডী জিপি, রাজ্যেশ্বর জিপি, কাটলিছড়া জিপি, চান্দপুর-বোয়ালিপার জিপি, বরুণছড়া-কুকিছড়া জিপি, এবং আপিন-দীননাথপুর জিপি।


