চন্দ্রবাবু ও নীতীশের চাপের কাছে নতিস্বীকার, বাড়তি অনুদান

চন্দ্রবাবু ও নীতীশের চাপের কাছে নতিস্বীকার, বাড়তি অনুদান

২৩ জুলাই : জোট শরিক চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের চাপের কাছে অবশেষে নতিস্বীকার করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি অনুদান ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একই সঙ্গে বিহারের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী জানালেন, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। মূলত অমরাবতীর পুনর্গঠনে খরচ হবে এই টাকা। অন্ধ্রের রয়্যালসীমা অঞ্চল, কার্নল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তোর, চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেবে মোদি সরকার।

একই সঙ্গে আরেক জোটসঙ্গী নীতীশ কুমারের দাবিও আংশিকভাবে মানল কেন্দ্র। বিহারের জন্য বাজেটে একাধিক বিশেষ প্রকল্প ঘোষণা করা হল। বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামো খাতে একাধিক বড় ঘোষণা করা হল। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করল মোদি সরকার। নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে। ৩টি হাই রোড তৈরি হবে। বিহারে ২৪০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টেরও ঘোষণা করেছেন নির্মলা। একই সঙ্গে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং নতুন স্টেডিয়াম তৈরি হবে।
খবর : সংবাদ প্রতিদিন।

Author

Spread the News