বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : বাকসা জেলার নয়াবস্তি এলাকায় বন্য হাতির আক্রমণে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরবেলায়। প্রতিদিনের মতোই সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল কিশোরীটি। সেই সময় আচমকাই লোকালয়ে ঢুকে পড়া একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। নিহত কিশোরীর নাম সুলেখা বর্মন (১৩)। প্রত্যক্ষদর্শীদের মতে, হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুলেখা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্য হাতির উপদ্রব বেড়েছে। প্রায়ই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে মানুষের জীবন ও সম্পত্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।



