Euro cup : বজ্রপাতে খেলা বন্ধ, ২-০ জিতে শেষ আটে জার্মানি
৩০ জুন : ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল আয়োজক জার্মানি। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে ডর্টমুন্ডে খেলা ২২ মিনিট বন্ধ রাখতে হয়েছিল।
৩৫ মিনিটের মাথায় প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ বন্ধ রাখেন রেফারি মাইকেল অলিভার। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দুটি গোলই হলো দ্বিতীয়ার্ধে।
আক্রমণ, প্রতি আক্রমণ, গোল বাতিল, বৃষ্টি, বজ্রপাত- সব মিলিয়েই পরতে পরতে নাটক। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল জার্মানি। গোল করেন কাই হাভার্ৎজ ও জামাল মুসিয়ালা। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে।