মরিগাঁও জেলা আরটিআই কর্মী সংস্থার সাধারণ সভা সম্পন্ন

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : অসমের দুর্নীতি বিরোধী মঞ্চ তথা তথ্য জানার অধিকার (আরটিআই) কর্মী সংস্থার মরিগাঁও জেলা শাখার একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভা বুধবার লাহরিঘাট সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভার উদ্বোধনী পর্বে সভার উদ্দেশ্য ব্যাখ্যা ও স্বাগত বক্তব্য রাখেন রীগেন ফারুকী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা অসম আরটিআই কর্মী সংস্থার প্রধান সাধারণ সম্পাদক বিজয় কুটুম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাগী ভকতগাঁওয়ের  হেমন্ত বরদলৈ, আরটিআই কর্মী জিয়াবুর রহমান ও মতিন আলি উপস্থিত ছিলেন। তাঁরা তথ্য জানার অধিকার আইন (আরটিআই) এর গুরুত্ব, প্রয়োগ, চ্যালেঞ্জ ও ভবিষ্যতে করণীয় নিয়ে গভীর আলোচনায় অংশ নেন।

সভায় আরটিআই আইনকে সরকারি স্বচ্ছতা ও জবাবদিহিতার হাতিয়ার হিসেবে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভায় একটি নতুন ২১জন সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে রীগেন ফারুকীকে সভাপতি, হেমন্ত বরদলৈ ও আনারুল ইসলামকে যুগ্ম-সভাপতি, আলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, জিয়াবুর রহমানকে সহকারী সম্পাদক, মতিন আলীকে সংগঠন সম্পাদক এবং আবু বক্কর সিদ্দিক ও সুলেমান আলিকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদে সংস্থার বিভিন্ন স্তরের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *