আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিসি কলেজ

আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিসি কলেজ

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : বিশাল রুদ্র পালের বিধ্বংসী বোলিংয়ে চ্যাম্পিয়নের ট্রফি হাতছাড়া হল আসাম বিশ্ববিদ্যালয়ের। সে সুবাদে সহজে আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টের খেতাব ঘরে তুললো শিলচরের গুরুচরণ (জিসি) কলেজ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সের গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনালে জিসি কলেজ ৪ উইকেটে বাজিমাত করে। টসে জিতে প্রথমেই প্রতিযোগিতা আয়োজক প্রতিপক্ষ আসাম বিশ্ববিদ্যালয়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিসি কলেজ। সে সুবাদে ব্যাট ঘুরিয়ে ১৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রানের টার্গেট খাড়া করে বিশ্ববিদ্যালয় দল। তাদের শামিম আহমেদ ও জাভেদ আহমেদ সর্বোচ্চ ৩০ রান করে করেন। অপর ব্যাটারদের মধ্যে অভিজিৎ কুমার ২৬, পার্থ ভট্টাচার্য ১৮ ও দীনেশ কর্মকার ১০ রান করেন। বিপক্ষের বিশাল রুদ্রপাল ৪৫ রান দিয়ে ৫ উইকেট এবং শুভজিৎ পাল দখল করেন ৩ উইকেট।

জবাবে ১৭. ৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে নেয় জিসি কলেজ। তাদের ব্যাটারদের মধ্যে বিবেক সিনহা বিবেক সিনহা (২৬ বলে ৩৯), অমন সিং (১৮ বলে ২৮), তরুণ সিনহা (২৪ বলে ২৬) ও কুণাল (১৮ বলে ১৯)। বিশ্ববিদ্যালয়ের সপ্তজিৎ নাথ ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি করে পান মোজাম্মিল হুসেন, আবরারুল হক ও দীনেশ কর্মকার। জিসি কলেজের তরুণ সিনহা টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হন। সেরা উইকেটরক্ষক বিশ্ববিদ্যালয় দলের প্রসেনজিৎকুমার সাহা।

আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিসি কলেজ

সেরা ব্যাটার হিসেবে পুরস্কৃত হয়েছেন জিসি কলেজের বিবেক সিনহা। টুর্নামেন্টে তিনি মোট ১৭৬ রান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, জয়ন্ত ভট্টাচার্য, সুদীপ্ত রায় প্রমুখ। ফাইনালের দুই আম্পায়ার হারান চন্দ্র দাস, বিজেন্দ্র প্রসাদ সিং সহ স্কোরার দিলীপ কুমার দাস ও ধারাভাষ্যকার ডাঃ হিমব্রত দাসের হাতে আয়োজকদের তরফে স্মারক প্রদান করা হয়।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News