গৌরীশঙ্কর রায় ‘সি’ ডিভিশন ক্রিকেট সোমবার থেকে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : গৌরীশঙ্কর রায় স্মৃতি সি ডিভিশন ক্রিকেট শুরু হচ্ছে সোমবার থেকে। আয়োজক শিলচর ডিএসএ। খেলা হবে ইন্ডিয়া ক্লাব মাঠে। রবিবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য ও ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। ছিলেন আসরের স্পনসর প্রাক্তন ক্রিকেটার সঞ্জীব রায়। এ নিয়ে পঞ্চমবার প্রাক্তন বিধায়ক গৌরীশঙ্কর রায়ের নামে আসর হচ্ছে।

সি ডিভিশনে এবারই প্রথম এত বেশি দল অংশ নিচ্ছে। এ প্রসঙ্গে সঞ্জীব রায় বলেন, যত বেশি প্রতিযোগী হবে, তত ভাল খেলা হবে। এতে ক্রিকেট প্রতিভা বের হয়ে আসবে। এখান থেকে প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসলে প্রতিযোগিতার আয়োজন সফল হবে।
সি ডিভিশনের প্রাইজমানি বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১২ হাজার টাকা। রানার্সের জন্য থাকছে ৮ হাজার টাকা। উভয় পুরস্কারে দু’হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ম্যান অব দ্য সিরিজে বেড়েছে ৫০০ টাকা। এবারের সিরিজ সেরা ক্রিকেটার পাবেন ট্রফি সহ দেড় হাজার টাকা। অবশ্য সেরা বোলার, ব্যাটার ও ম্যান অব দ্য ফাইনালের প্রাইজমানি একই থাকছে। ট্রফি ও এক হাজার টাকা করে পাবেন এই পুরস্কার জয়ীরা।

উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম দিন থাকছে দুটি ম্যাচ। সকাল সাড়ে আটটায় উদ্বোধনী ম্যাচ খেলবে তরুণ সংঘ ও শিলচর যুব সমাজ। সাড়ে বারোটায় দ্বিতীয় ম্যাচে খেলবে রূপম ক্লাব ও সারস্বত ক্লাব। এবারের নকআউট আসরে অংশ নেবে ৬৪টি দল।

Author

Spread the News