গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগ শুরু সোনাইয়ে

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগের শুরু হল মঙ্গলবার। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত উদ্বোধনী ম্যাচে তারা মজুমদারের অলরাউন্ডার পারপরমেন্সে  ৫৩ রানে জিতল এমএম সুপারকিংস । এদিন তারা হারিয়েছে ইলেভেন ফাইটার কে। টসে জিতে ইলেভেন ফাইটার, এমএম সুপারকিংসকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ব্যাট করতে নেমে এমএম সুপারকিংস নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তুলে ৭ উইকেট হারিয়ে। এমএম সুপারকিংসের হয়ে মাসুদ মজুমদার  তারা সর্বোচ্চ ৮৮ রান করেন।

এছাড়াও ভাল রান পান ফারহাত সাহিল মজুমদার ৩১। ইলেভেন ফাইটার এর হয়ে সহিদ আহমেদ ২টি উইকেট  ও খালেদ, জলক, কুতুব উদ্দিন, মাহমুদ হোসেন, তাহিল খান ১টি করে উইকেট পান। ১৯৬ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ইলেভেন ফাইটার সবকটি উইকেট হারিয়ে ১৪.৪ ওভারে ১৪২ রান তুলতে পেরেছে। দলের হয়ে তাহিল খান সর্বোচ্চ ৩৫ , রমজান বড়ভূইয়া ৩১, রাহুল ১৮ , সুলতান বড়ভূইয়া ১৪ রান করেন। এমএম সুপারকিংসের  হয়ে  মাসুদ মজুমদার (তারা) বল হাতে নিয়েও জ্বলে উঠেন ব্যাটিং এর মতো তিনি ৪ উইকেট তুলে নেন। সাহিদ চৌধুরী ২টি, ফারহাত সাহিল মজুমদার ২টি, সাহার বড়ভূইয়া ১টি, জাহিদ আহমেদ চৌধুরী ১টি উইকেট তুলে নেন।

এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান এমএম সুপারকিংসের  মাসুদ  মজুমদার (তারা)। তার হাতে ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন। প্রয়াত গৌরব রায় এর কনিষ্ঠ ভ্রাতা  সত্যব্রত রায় (সবু)।

এদিকে, এদিন সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুস্টানে গৌরব রায় স্মৃতি  প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগের টাইটাল স্পোন্সার প্রয়াত গৌরব রায়ের স্ত্রী নিবেদিতা রায় ও প্রয়াত গৌরব রায়ের দুই ভাই সত্যব্রত রায় (সবু) ও সান্তুু রায় উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বেরেঙ্গা ক্রেজি বয়েজ এর কর্মকর্তা  জাবেদ হোসেন বড়ভূইয়া (ডালিম), নাজিব হোসেন বড়ভূইয়া (বাপ্পু), রফিকুল ইসলাম বড়ভূইয়া, জামিল আহমেদ লস্কর, কামাল উদ্দিন মজুমদার, নওশাদ তসিফ আহমেদ মজুমদার কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এদিন সকালে উদ্বোধনী অনুষ্টানের শুরুতে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথি রা।এদিন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি জেড, এম কবীর লস্কর (সাহার), শাহাদত হোসেন লস্কর ( বাপ্পী) উপদেষ্টা বরদ উদ্দিন মজুমদার, নবেন্দু বিকাশ দাস( শঙ্কর),সবুর আহমেদ মজুমদার ( টুকন), সাহা নুর আলম লস্কর ( হীরা)  মনোজ কুমার দাস,আজমল হোসেন লস্কর, নাজির বড়লস্কর, আব্দুল জলিল আহমেদ, সম্পাদক আবু হানিফ লস্কর (মান্না), আজাদ হোসেন লস্কর (আপ্পু),রামকৃষ্ণ নাথ,আক্তার হোসেন লস্কর, নজমুল হক বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ম্যাচে আম্পায়ার হিসাবে ছিলেন সাহানুর আলম লস্কর (হীরা) ও মনোজকুমার দাস। এদিকে বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিন  দুটি ম্যাচ অনুস্টিত হয়  সকালের ম্যাচে সনঅব সোনাই,১৪৩ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে দৃষ্টিকে সোনাই। বিকালের ম্যাচে আশা ফাউন্ডেশন ৫ উইকেটে হারিয়েছে বন্ধ ইলেভেন স্টারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *