বিজেপি সরকার সিবিআই, পুলিশের ভয় দেখিয়ে বিরোধী দলকে পঙ্গু করতে চাইছে : গৌরব

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৯ ফেব্রুয়ারি : কংগ্রেস নেতারা আলফার গুলির ভয় এড়িয়ে অসমের শাসনভার চালিয়েছে, সেই কংগ্রেস দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় পাবে প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার কাছাড়ের বড়খলার ভাঙ্গারপারে বিশাল কর্মিসভায় বক্তব্যে এ কথা বলেন কলিয়াবরের সাংসদ তথা সর্ব ভারতীয় কংগ্রেস নেতা গৌরব গগৈ।

এদিন ভাঙ্গারপারের সভায় গৌরব গগৈ উপস্থিত হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থককেরা। উজ্জীবিত কণ্ঠে কেবল গৌরব গগৈর জয় জয়কার নয়, প্রয়াত ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তরুণ গগৈ অমর রহে স্লোগনের সঙ্গে পুষ্প ছিটিয়ে গৌরব গগৈকে উষ্ণ সংবর্ধনা জানান দলীয় নেতা-কর্মীরা। সভায় আক্রমণাত্মক, নির্ভীক বক্তব্য দিয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে কোনও খামতি গৌরব গগৈ। গৌরব বলেন, বর্তমান বিরাখেননিজেপি সরকার সিবিআই, পুলিশ এসবের ভয় দেখিয়ে বিরোধী দলকে পঙ্গু করতে উঠেপড়ে লেগেছে। তবে, এ খেলা এখানে শেষ নয়, কংগ্রেস ক্ষমতায় এলে এসবের হিসেব যে সুদেমূলে হবে, সেটা জানাতে পিছু হঠেননি। গৌরব বলেন, এ সরকারের প্রতিটি বিভাগের ফাইল খোলবে কংগ্রেস। বক্তব্য আরও বলেন, কংগ্রেস রামকে নিয়ে রাজনীতি করতে চায় না, কংগ্রেস রামকে উপাস্য দেবতা হিসেবে দেখে।আর বিজেপি রামকে নিয়ে রাজনীতি করছে। দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে।

বিজেপি সরকার সিবিআই, পুলিশের ভয় দেখিয়ে বিরোধী দলকে পঙ্গু করতে চাইছে : গৌরব

এদিনের সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়খলার বিধায়ক মিছবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, অসম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সলমান খান, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ। এদিন উপস্থিত ছিলেন  শালচাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম বড়ভূইয়া, এপিসিসির সহসভাপতি শরিফুজ্জমান লস্কর, এপিসিসির সম্পাদক জুয়েল বড়ভূইয়া, জেলা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আনছার হোসেন বড়লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম লস্কর, সম্ভাব্য শিলচর লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর, বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ফরিদা পারভিন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ নাজিমা বেগম লস্কর, বড়খলা যুব কংগ্রেসের সভাপতি আলি আহমেদ জুবেল বড়ভূইয়া, প্রাক্তন এপি সদস্য সফিকুল ইসলাম, প্রাক্তন জিপি সভাপতি হিফজুর রহমান বড়ভূইয়া সহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

Author

Spread the News