চুরাইবাড়িতে উদ্ধার ৪০ লক্ষের গাঁজা, ধৃত এক

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : আগরতলা থেকে গুয়াহাটিতে পাচারের পথে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশের তল্লাশিতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা। জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ গোপন খবরের উপর ভিত্তি করে ত্রিপুরা-অসম জাতীয় সড়কের উপর অভিযান চালিয়ে ত্রিপুরা সীমান্ত অতিক্রম করার মুখে NL01AG/5879 নম্বরের বারো চাকার খালি লরিতে তল্লাশি চালিয়ে লরির কেবিনের পেছনের গোপন কক্ষে প্যাকেটে মোড়া গাঁজা উদ্ধার করে পুলিশ।

চুরাইবাড়িতে উদ্ধার ৪০ লক্ষের গাঁজা, ধৃত এক

খবর পেয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে ঘটনাস্থলে উপস্থিত হন। এতে পুলিশ সুপারের উপস্থিতে গাড়িতে থাকা গোপন চেম্বার থেকে পুলিশ বিভিন্ন সাইজের প্যাকেটে মেড়া ২৬৩ কেজি গাঁজা উদ্ধার করে। সঙ্গে আটক করা হয় লরি চালক নারায়নচন্দ্র সরকার (৬৪)। তার বাড়ি ত্রিপুরার এডি নগরের বড্ড পুকুর এলাকায়।

চুরাইবাড়িতে উদ্ধার ৪০ লক্ষের গাঁজা, ধৃত এক

জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। এমর্মে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গাঁজা গুলি আগরতলা থেকে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

Author

Spread the News