দিগরখালে বলরো পিকআপ থেকে গাঁজা ও কফ সিরাফ উদ্ধার, আটক ১
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : কালাইন পুলিশের বৃহৎ সাফল্য, দিগরখাল নির্মীয়মান টোল গেটে নিয়মিত রুটিন তল্লাশিতে MZ-01Z-8256 নম্বরের বলরো পিকআপ থেকে ২ কিলোগ্রাম গাঁজা ও ৮৬৪০টি কডাইন (নিষিদ্ধ কফ সিরাপ) এর বোতল উদ্ধার করে। জানা গেছে, এই নেশা সামগ্রী গুলি মেঘালয় থেকে আইজলে পাচার হবার কথা ছিল, তবে কাছাড় পুলিশের সফল অভিযানের ফলে নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়। তাছাড়া ব্যবহৃত বাহন বাজেয়াপ্ত করে পুলিশ। কালাইন থানার ভারপ্রাপ্ত ওসি কুলেন্দ্রকুমার হুজুরীর নেতৃত্বে এই অভিযানে প্রায় কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। আটক করা হয়েছে আইজলের জয়লালধন তাঙ্গা নামের পাচারকারীকে।
উল্লেখ্য, দিন কয়েক আগেও মিজোরামের এক যুবক লাগেজ দিয়ে একটি টাটা সমু করে মেঘালয় থেকে মিজোরাম গাঁজা পাচার করতে চাইছিল, কালাইন ও গুমড়া পুলিশের কাছে বিফল হয় পাচারকারী।