টানেলের ভেতরে যোগ ব্যায়াম করিয়েছেন গব্বর-সাবা
২৯ নভেম্বর : দেশের বিভিন্ন রাজ্যের ৪১ শ্রমিক উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ধস নেমে এক বা দু’দিন নয়, টানা ১৭ দিন ধরে আটকে ছিলেন। অবশেষে মঙ্গলবার রাত ৮টার কিছু পর বাইরে বের করে আনা হয়েছে।
এই ১৭ দিন শ্রমিকদের মন মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রাখতে টানেলের ভেতরে হাসিমুখে সেই দায়িত্বই পালন করে গিয়েছেন সুপারভাইজার গব্বর সিং নেগি। সঙ্গে সিনিয়র ফোরম্যান সাবা আহমেদ। উত্তরাখণ্ডের বাসিন্দা গব্বর সিং নেগি আগেও তিনি এমন সুড়ঙ্গ-ধসের মুখে পড়েছেন। তাই নিজের পুরনো অভিজ্ঞতা দিয়েই বাকিদের মনোবল বাড়ানোর কাজ করেছিলেন। নিজে বন্দি থেকেও ভেঙে পড়েননি। সূত্রের খবর, তাঁকে সেনা এবং এনডিআরএফ টিমের তরফে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছিল, যাতে উদ্ধারকাজ চলার সময় তিনি ভেতরে সবাইকে হাসিখুশি রাখতে পারেন। গব্বর সেই কথামতোই নিজের কাজ করেছেন। শরীর-মন তরতাজা রাখার জন্য নিয়ম করে হাঁটাহাঁটি এবং যোগ ব্যায়ামও করাতেন গব্বর। সিনিয়র ফোরম্যান বিহারের বাসিন্দা সাবা আহমেদ তিনিও একই ভাবে বাকি ৩৯ জন শ্রমিককে হাসিখুশি রাখতে কাজ করেছেন।
এদিকে, প্রশাসনের তরফে তাঁদের নাম এবং রাজ্যের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই ৪১ জনের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক ঝাড়খণ্ডেরই। ১৫ জন। এছাড়াও সেখানে বাংলা ও ওড়িশারও বেশ কয়েকজন শ্রমিক এবং অসমের দুইজন রয়েছেন। তবে তালিকায় চল্লিশ জনের নাম পাওয়া গিয়েছে। একজনের নাম মেলেনি।
দেখে নিন সম্পূর্ণ তালিকা-
১) গব্বর সিং নেগি- উত্তরাখণ্ড
২) সাবা আহমেদ- বিহার
৩) সোনু সাহ- বিহার
৪) মানিক তালুকদার- পশ্চিমবঙ্গ
৫) সৌভিক পাখিরা- পশ্চিমবঙ্গ
৬) জয়দেব প্রামাণিক- পশ্চিমবঙ্গ
৭) অখিলেশ কুমার- উত্তরপ্রদেশ
৮) বীরেন্দ্র কিস্কু- বিহার
৯) তপন মণ্ডল- ওড়িশা
১০) সুশীল কুমার- বিহার
১১) বিশ্বজিত্ কুমার- ঝাড়খণ্ড
১২) সুবোধ কুমার- ঝাড়খণ্ড
১৩) ভগবান বাত্রা- ওড়িশা
১৪) অঙ্কিত- উত্তরপ্রদেশ
১৫) রাম মিলন- উত্তরপ্রদেশ
১৬) সত্য দেব- উত্তরপ্রদেশ
১৭) সন্তোষ- উত্তরপ্রদেশ
১৮) জয়প্রকাশ- উত্তরপ্রদেশ
১৯) রাম সুন্দর- উত্তরপ্রদেশ
২০) মনজিত্- উত্তরপ্রদেশ
২১) অনিল বেদিয়া- ঝাড়খণ্ড
২২) রাজেন্দ্র বেদিয়া- ঝাড়খণ্ড
২৩) সুক্রম- ঝাড়খণ্ড
২৪) টিঙ্কু সর্দার- ঝাড়খণ্ড
২৫) গুণধর- ঝাড়খণ্ড
২৬) রঞ্জিত- ঝাড়খণ্ড
২৭) রবীন্দ্র- ঝাড়খণ্ড
২৮) সমীর- ঝাড়খণ্ড
২৯) বিশ্বেশ্বর নায়েক- ওড়িশা
৩০) রাজু নায়েক- ওড়িশা
৩১) মহাদেব- ঝাড়খণ্ড
৩২) ভুক্তু মুর্মু- ঝাড়খণ্ড
৩৩) ধীরেন- ওড়িশা
৩৪) জামরা ওরাওঁ- ঝাড়খণ্ড
৩৫) বিজয় হোরো- ঝাড়খণ্ড
৩৬) গণপতি- ঝাড়খণ্ড
৩৭) সঞ্জয়- অসম
৩৮) রামপ্রসাদ- অসম
৩৯) বিশাল- হিমাচল প্রদেশ
৪০) পুষ্কর- উত্তরাখণ্ড
৪১তম শ্রমিকের নাম এখনও জানা যায়নি।
সূত্র : the wall