মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ভারত-বাংলা সীমান্ত জেলার শ্রীভূমি শহরে স্কুটি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শ্রীভূমির এওসি পয়েন্টের সামনে চেকিং চলাকালীন কালো রঙের একটি স্কুটি পুলিশের নজরে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়েই চালক স্কুটি ফেলে অন্ধকারের মধ্যেই পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে ফেলে যাওয়া স্কুটিতে তল্লাশি চালিয়ে ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই উদ্ধার অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তী তদন্তে দেখা যায়, স্কুটিটি নিবন্ধিত রয়েছে খাদেজা বেগম নামে এক নারীর। মাদকগুলো কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পৌঁছানোর কথা ছিল, কারা জড়িত—এসব বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, স্কুটির চালক যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাকে গ্রেফতারের জন্য ইতিমধ্যেই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এলাকাজুড়ে জাল বিছিয়ে তল্লাশি চলছে, যাতে কোনওভাবেই পলাতক পাচারকারী পালিয়ে যেতে না পারে।


