৩ অক্টোবর থেকে শিক্ষাসেতু পোর্টাল বাধ্যতামূলক : শিক্ষামন্ত্রী
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : আগামী কাল ৩ অক্টোবর থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসেতু পোর্টাল বাধ্যতামূলক হবে। এটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডঃ রণোজ পেগু। মন্ত্রী বলেছিলেন যে রাজ্যে যে দুটি জেলা বিভ্রান্তি সৃষ্টি করেছে তা হল নগাঁও এবং হাইলাকান্দি। বিভাগটি অত্যন্ত কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্কুলগুলিতে চার জিবি ট্যাবলেট এবং উচ্চ সংখ্যক শিক্ষার্থীর স্কুলগুলিতে পাঁচটি ট্যাবলেট বিতরণ করেছে। ট্যাবলেটগুলি নেটওয়ার্ক সমস্যার কারণে উপস্থিতি দেওয়ার জন্য যাতে কোন অসুবিধা না হয় সেভাবেই তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী।
রাজ্যে ৪৪,৭৩৫ বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন ২,৩৫৩৮৬ জন শিক্ষক এবং কর্মচারী। তবে ২,১৩,৬৮৫ পোর্টালে নিবন্ধিত হয়েছে। রাজ্যে ৪৭,৯৬,৯৮০ জন ছাত্রছাত্রী রয়েছে কিন্তু ৪৬,০৭,৫৫৮ জন পোর্টালে নিবন্ধিত।
২০ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯,২১,১৮৮ ছিল, ২৮ সেপ্টেম্বর রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে ৪৮,৪২,৩৮৩ হয়েছে। কেন শিক্ষার্থীর সংখ্যা ওঠানামা করছে তা একটি রহস্য। মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে অবসরে যাওয়া শিক্ষকদের ওপর ভিত্তি করে বিজ্ঞাপনটি হবে। মন্ত্রী আরও বলেন, বরাক উপত্যকায় এমন কোনো স্কুল নেই যা এমআইএল বা ঐচ্ছিক স্কুল হিসেবে বন্ধ হবে।