১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন বন্ধ আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড়ে রেশন ডিলাররাও

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : সারা দেশের সঙ্গে কাছাড় জেলার রেশন ডিলাররাও যোগ দিচ্ছেন আন্দোলনে। আগামী ১ জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশজুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন দেশের কয়েক লক্ষ সরকারি অনুমোদন প্রাপ্ত ন্যায্য মূল্যের দোকানী অর্থাৎ রেশন ডিলার। আর এই আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলার রেশন ডিলাররাও। 

শুক্রবার মঙ্গলপুর-বোয়ালি হাওয়ার সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত কাছাড় জেলা রেশন ডিলার সমিতি, মঙ্গলপুর-বোয়ালি হাওয়ার রেশন ডিলার সমিতির যৌথ সভা শেষে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক, সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার। তাঁরা বলেন, রেশন ডিলারদের ন্যূনতম ৫০ হাজার টাকা মাসোয়ারা সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা। ১ জানুয়ারি থেকে জেলার রেশন ডিলাররাও সামগ্রী বিতরণ বন্ধ থেকে আন্দোলনে যোগ দেবেন।

১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন বন্ধ আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড়ে রেশন ডিলাররাও

এদিন আব্দুল ওয়াহাব লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি শঙ্করলাল দাস, সদস্য ফারুক আহমেদ বড়ভূইয়া, সাজ্জাদুল ইসলাম লস্কর, আলম হুসেন লস্কর, শাহা আলম লস্কর প্রমুখ।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News