৬ জানুয়ারি থেকে টাউন কালীবাড়ি নাটমণ্ডপে ভক্তসমাবেশের মহাযজ্ঞ

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : ধর্মীয় চেতনা, ভক্তি সাধনা এবং বিশ্বশান্তির আহ্বানকে সামনে রেখে পাথারকান্দি জুড়ে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান ২৪ প্রহর শ্রীশ্রী হরিনাম মহাসংকীর্তন। আগামী ৬ জানুয়ারি থেকে টাউন কালীবাড়ি নাটমণ্ডপে শুরু হবে এই মহোৎসব, যা প্রতিবছর হাজার হাজার ভক্তকে একত্রিত করে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে তিনদিন ব্যাপী এই হরিনাম মহাসংকীর্তন।সূচনা করবেন শ্রীকোণার ভগবত আশ্রমের বিশিষ্ট সন্ত রাধেশ্যাম বাবাজী। অধিবাস পর্ব শেষ হওয়ার পর ৬ জানুয়ারি ভোর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৪ ঘণ্টা ধারাবাহিক মহাসংকীর্তন এবারের মহাসংকীর্তনে অংশ নিচ্ছেন একাধিক খ্যাতনামা ভজন কীর্তন দল। তাদের মধ্যে রয়েছে ত্রিপুরার তিলথৈর দীন দয়াল দাস বাবাজী সম্প্রদায় নবদ্বীপের প্রসিদ্ধ রাধারাণী সম্প্রদায় বরাকভ্যালির ভজন-শিল্পী মা মঞ্জুশ্রী সম্প্রদায় কালাইনের সুবল সখা সম্প্রদায় হাইলাকান্দির বাকে বিহারী সম্প্রদায় শিলচরের ভক্ত সুদামা সম্প্রদায়এই সকল সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের বিশেষ ভজন, রাধাকৃষ্ণ লীলা-কীর্তন এবং বিভিন্ন আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করবেন। এতে পাথারকান্দিবাসী সহ বহু এলাকার ভক্তদের মধ্যে উৎসাহের জোয়ার সৃষ্টি হয়েছে।

৬ জানুয়ারি থেকে প্রতিদিন দুপুর ১.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মহা প্রসাদ বিতরণ।ভক্তবৃন্দের সবার জন্য উন্মুক্ত এই প্রসাদের আয়োজন প্রতি বছরই বিশাল সমাগমের সাক্ষী হয়।৯ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে দেববিগ্রহ সহযোগে অনুষ্ঠিত হবে নগর পরিক্রমা।ভক্তিউৎসবে মুখরিত পরিবেশে ভক্তরা নগরজুড়ে নাম সংকীর্তন প্রচার করবেন।পরদিন সকালে ১০টায় অনুষ্ঠিত হবে দধিভাণ্ড ভঞ্জন পূর্ণা কীর্তন এর মধ্য দিয়েই সম্পন্ন হবে এই বছরের ২৪ প্রহর শ্রীশ্রী হরিনাম মহাসংকীর্তনের পরিসমাপ্তি।উৎসব সফলভাবে সম্পন্ন করতে সম্প্রতি টাউন কালীবাড়ি পরিচালন সমিতির সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অমিতাভ দাস সাধারণ সম্পাদক বিষ্ণু সাহা, যুগ্ম উপ-সভাপতি প্রদীপ চৌধুরী ও অসীম রায়, শীলা দাস বারাণী দাস মুক্তি ভট্টাচার্য্য সহ-সম্পাদক অনুজিৎ পাল, আকাশ ঘোষ, পার্থ দাস, মণিদীপা দে, প্রিয়াংকা হোমচৌধুরী, বাবলি দত্ত, মণিশঙ্কর পাল, বিশ্বজিৎ বাদ্যকার কোষাধ্যক্ষ দেবব্রত চক্রবর্তী, সমরজিৎ দত্তএই তিনদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানকে সফল, সুশৃঙ্খল ও সৌন্দর্যমণ্ডিত করে তুলতে বিশ্বমঙ্গল ২৪ প্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তন পরিচালন কমিটি ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি কামনা করছে।আপনি চাইলে আমি এটিকে আরও সাংবাদিকতামূলক, আরও আনুষ্ঠানিক, অথবা পোস্টার/ব্যানারের মতো ভাষায়ও সাজিয়ে দিতে পারি। এছাড়া গৌর-নিতাইয়ের ছবি যুক্ত রেখে একটি সম্পূর্ণ ই-মেইল অথবা পিডিএফ ব্রোশিওরও তৈরি করে দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *