১৩ ডিসেম্বর : ভারতের উপর আরোপিত সর্বোচ্চ ৫০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের তিন সদস্য ডেবোরা রস, মার্ক ভিসি ও রাজা কৃষ্ণমূর্তি এই প্রস্তাব রাখেন পরিষদে।
তাঁদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা জাতীয় জরুরি অবস্থার আওতায় এই শুল্ক আরোপ ‘অবৈধ’ এবং ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবটির লক্ষ্য ২০২৫ সালের ২৭ অগস্ট ভারতের উপর আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ ‘সেকেন্ডারি’ শুল্ক প্রত্যাহার করা।
এর আগে আরোপিত পাল্টা শুল্কের সঙ্গে মিলিয়ে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA)-এর আওতায় একাধিক ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে।
এর আগে মার্কিন সিনেটে ব্রাজিলের উপর আরোপিত অনুরূপ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আনা হয়েছিল, পাশাপাশি জরুরি ক্ষমতা ব্যবহার করে আমদানি শুল্ক বাড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার দাবি ওঠে।


