চিত্রশিল্পী কল্পনা সিনহার ‘আর্ট অ্যান্ড এনেকডওটস’ পুস্তকের উন্মোচন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : বিশিষ্ট চিত্রশিল্পী কল্পনা সিনহার লেখা চিত্রশিল্পভিত্তিক “আর্ট অ্যান্ড এনেকডওটস” বইটি উন্মোচন হল। রবিবার শিলচর গোলদীঘি মলে এক আলোচনা সভার মধ্য দিয়ে বইটির উন্মোচন করেন লেখক তথা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর, প্রাক্তন অধ্যাপক বরুন কুমার সিনহা, বাস্তুকার প্রণব সিনহা, চিত্রশিল্পী বিমলেন্দু সিনহা, আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ড. গণেশ নন্দী প্রমুখ। বই উন্মোচনী সভায় প্রথমে উপস্থিত সম্মানিত অতিথিদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন লেখক তথা চিত্রশিল্পী কল্পনা সিনহা‌ ও পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়।

চিত্রশিল্পী কল্পনা সিনহার 'আর্ট অ্যান্ড এনেকডওটস' পুস্তকের উন্মোচন

আলোচনার সভায় প্রাবন্ধিক তথা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেবলস্কর বলেন, চিত্রশিল্পী কল্পনা সিনহার সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। এই চিত্রশিল্পভিত্তিক বইটির মধ্যে খুঁজে পাওয়া যায় বৈষ্ণব ধর্মীয় আলোচনা। বইটিতে রয়েছে ধর্ম ও সাহিত্যের মধ্য দিয়ে শিল্পের ভাষার ছোঁয়া পাওয়া যাবে। আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ড. গণেশ নন্দী বলেন, অসমে চিত্রশিল্পের সূচনা হয়েছে শিলচরে ১৯০৭ সালে। প্রচুর সংঘর্ষের মধ্য দিয়ে এই চিত্রশিল্পীরা কাজ করে যাচ্ছেন। তিনি শিলচরে একটি আর্ট গ্যালারি তৈরি করা হলে এই অঞ্চলের চিত্রশিল্পীরা উপকৃত হবেন এবং চিত্রশিল্পের প্রচার ও প্রসার ঘটবে।

চিত্রশিল্পী কল্পনা সিনহার 'আর্ট অ্যান্ড এনেকডওটস' পুস্তকের উন্মোচন

এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রশিল্পী  প্রয়াত আলিবক্স মজুমদারের নাতনি ডাঃ নীলুফা মজুমদার। তিনি বক্তব্যে দাদু প্রয়াত আলিবক্স মজুমদারের চিত্রশিল্পের সঙ্গে জড়িয়ে তাঁর বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন। এদিন উপস্থিত সবাই নিজ-নিজ বক্তব্যে লেখক তথা চিত্রশিল্পী কল্পনা সিনহা‌ মহাশয়ার লেখা বইটি এই অঞ্চলের চিত্রপ্রেমী ও চিত্রশিল্পীদের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা করবে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরিমল কর্মকার।

Author

Spread the News