রংপুর শ্রী শ্রী শনিমন্দিরে বিনামূল্যে চক্ষু শিবির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শিলচরের রংপুর শ্রী শ্রী শনিমন্দির পরিচালনা কমিটি পুজো পার্বনের পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে। রবিবার মন্দির প্রাঙ্গণে রংপুর শ্রী শ্রী শনিমন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এবং প্রভাবতী দেবী ট্রাস্ট ও চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
এদিন বেলা এগারোটা থেকে শিবির শুরু হয়। শিবিরে চৌধুরী আই হসপিটালের পক্ষে ডাঃ এস মোহাম্মদ আরিফ মনসুর ও ডাঃ রাহুল যাদব শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ওষুধ প্রদান করেন। পাশাপাশি চিকিৎসকরা একাংশ রোগীর ছানি শনাক্তকরণ ও অপারেশনের জন্য পরামর্শ দেন। শিবিরে চিকিৎসকের সঙ্গে সহযোগিতায় ছিলেন অভিজিৎ দে ও দেবজ্যোতি দাস। এদিন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিশির রঞ্জন দেব, সম্পাদক রঞ্জিত দত্ত সহ সভাপতি অনাথ বন্ধু গোস্বামী জানান, রংপুর শ্রী শ্রী শনিমন্দির পরিচালনা কমিটি পূজা ও উৎসব উদযাপনের পাশাপাশি মানুষের মুখে হাসি ফোটাতে স্থায়ী বিভিন্ন প্রকল্প ছাড়াও বছরব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে চলেছে। বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ, গরিব দুঃস্থদের শ্রাদ্ধ, বিবাহে অনুদান বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।
শিবিরে বৃহত্তর রংপুর এলাকার শতাধিক লোক চোখ পরীক্ষা করেন এবং যাদের চোখে ছানি ও অপারেশনের প্রয়োজন তাদের চৌধুরী আই হসপিটালের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তাঁরা। আগামী দিনে এধরনের শিবির আয়োজন করা হবে বলে জানান তাঁরা। এদিন চক্ষু শিবিরে অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ দুলু বাউরি, গোপাল দাস, সাগর ধর, স্বপন পাল, অনুরাধা দেব, সুমি দেব প্রমুখ উপস্থিত ছিলেন।