দুধপাতিল ষষ্ঠ খণ্ডে বিনামূল্যে ছানি শনাক্তকরন

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’ এবং ‘প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট’ শিলচর যৌথভাবে, দুধপাতিল ষষ্ঠ খণ্ডে বিনামূল্যে ছানি শনাক্তকরন ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। রবিবার চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে অপটেমেটরিসট ভবতোশ দেববর্মা ও সুজয় ভৌমিকে দ্বারা মোট ১৩০ জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং ৩৪ জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে, নির্ধারিত  করা তারিখে, বিনামূল্যে অপারেশন করা হবে।

সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে।এছাড়াও এই শিবিরে হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ‘ইয়াসি’ দক্ষিণ দুধপাতিল আঞ্চলিক কমিটি’ এই গুরুত্বপূর্ণ শিবিরকে সক্রিয় ভাবে ও অতি শৃঙ্খল ভাবে আয়োজন করেছে। ইয়াসি আঞ্চলিক কমিটির পক্ষে সভাপতি রসিদ আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক  মাকলিসুন রহমান লস্কর (সাজন) , আহাদ হোসেন বারভূইয়া, বাহারুল আলম লস্কর,  সাহিদ আহমেদ মজুমদার,  মাহি উদ্দিন লস্কর, ইকবাল হোসেন লস্কর, সাহনুর রহমান লস্কর, আফজল হোসেন বড়ভূইয়া, ফখরুল ইসলাম লস্কর ও কেন্দ্রিয় কমিটির  সভাপতি সঞ্জীব রায়, সহ-সাধারণ সম্পাদক সন্দীপ শীল, কেম্প ইনচার্জ আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী দিনেও এতদ-অঞ্চলে আরো শিবির আয়োজিত হবে বলেও দাবি করেন ইয়াসির কর্মকর্তারা

Author

Spread the News