আশ্রমের নামে মি‌থ্যে চাঁদা সংগ্রহ, ধরা পড়ল চার যুবক

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : আশ্রমের না‌মে মি‌থ্যে চাঁদা সংগ্রহ কর‌তে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল একদল যুবক‌। প‌রে তারা ক্ষমা ভি‌ক্ষে ক‌রে নিস্তার পায়। চাঞ্চল‌্যকর এই ঘটনা‌টি ঘ‌টে‌ছে মঙ্গলবার দুপুরে কৈলাশহরের নুরপুর জি‌পির কনকপুর এলাকায়।জানা গেছে, ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার অন্তর্গত গ‌োকুলনগরে অম্লানজ্যোতি নামে একটি সেবাশ্রম রয়েছে। এই সেবাশ্রমের নাম ভা‌ঙ্গি‌য়ে কৈলাশহর সহ ধর্মনগরের কিছু যুবক অবৈধভাবে চাঁদা আদায় করতে ব্যস্ত হয়ে উঠেছে।

আশ্রমের নামে মি‌থ্যে চাঁদা সংগ্রহ, ধরা পড়ল চার যুবক

মঙ্গলবার দুপুরে একদল যুবক যখন কৈলাশহরের কনকপুর এলাকায় অম্লানজ্যোতি সেবাশ্রম এর নামে পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রসিদ হা‌তে নি‌য়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিল তখন এলাকার কিছু মানুষের সন্দেহ জাগে। তখন স্থানীয়রা শুভন দেবনাথ সহ মোট চারজনকে আটক করলেও ঘটনাস্থল থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসংলতা ধরা প‌ড়ে।এ‌তে অবস্থা বেগ‌তিক দে‌খে যুব‌করা এলাকার জনগ‌ণের কা‌ছে ভুল স্বীকার ক‌রে ভবিষ্যতে এহেন কাণ্ড থে‌কে দূরে থাকবে ব‌লে প্রতিশ্রুতি দি‌লে তা‌দের‌ মুক্ত ক‌রে দেন স্থানীয়রা। এসব প্রতারক‌দের থে‌কে সবাই‌কে দু‌রে থাকার আহ্বান জানান এলাকার স‌চেতন মহল।

Author

Spread the News