৬ ডিসেম্বর : প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে যুক্ত একটি জাহাজে আবারও হামলা চালিয়েছে মার্কিন সেনা। আমেরিকার সামরিক বাহিনীর এই অভিযানে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় জাহাজটি। ঘটনার জেরে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে এই অভিযানের খবর নিশ্চিত করেছে।
মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড তাদের এক্স হ্যান্ডলে এক বিবৃতি দিয়েছে। সেখানে জানানো হয়েছে, ‘ওই জাহজটি সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা পরিচালিত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করে, জাহাজটিতে মাদক পাচার করা হচ্ছিল। তারপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানো হয়। জাহাজটিতে চারজন জঙ্গি ছিল। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। এই অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ার-এর অংশ।’
অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেনা। তবে প্রশান্ত মহাসাগরের কোন এলাকায় হামলাটি চালানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি। জাহাজে ঠিক কোন ধরনের মাদক ছিল, সেটিও নিশ্চিত করা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে, নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক থাকার সম্ভাবনাই বেশি।


