বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু ঘটল চারজনের। আহত হয়েছেন একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিংনগাট মহকুমার অন্তর্গত নগালজাং গ্রামের কাছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে থাংমুয়ানমুং খুপতং, হাউচিইন, চিংনগাইহসিয়াম ও নিয়াংজানিয়াং হিসেবে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪০ জন যাত্রী বহনকারী একটি ডিআই পিক-আপ গাড়ি গ্রামের একটি কনে বিদায় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। খাড়া ও তীব্র ঢালযুক্ত পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে গাড়িটি পিছলে যায়, গতি ফিরে পেতে ব্যর্থ হয় এবং পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়, আর বহু যাত্রী আহত হন।
স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরাই প্রথমে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু করেন।



