নৌকাডুবিতে মৃত্যু হল চার জনের মৃত্যু, নিখোঁজ সাত
২০ এপ্রিল : ওডিশায় মহানদীতে নৌকাডুবি। ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হল চার জনের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়। এই নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ চার মহিলা এবং তিন শিশু-সহ আরও সাত জন। নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় মহানদী পারাপার করছিলেন ৫৮ জন যাত্রী। সেই সময় হঠাৎ নৌকাটি অতিরিক্ত যাত্রী বহনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি অভিযান। নদীতে উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয় মৎস্যজীবীরা। তারাই কয়েক জনকে উদ্ধার করেন। বাকিরা সাঁতরে পারে উঠলেও ডুবে মৃত্যু হয় চার জনের। তাঁদের দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত খোঁজ নেই সাত জনের। অনুমান করা হচ্ছে জলের স্রোতে ভেসে গিয়েছেন তাঁরা। শনিবার সকাল থেকে ফের নদীতে শুরু হয়েছে তল্লাশি। কিন্তু সাত জনের খোঁজ মেলেনি এখনও।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।