লরির চাকা ফেটে চার জনের মৃত্যু, আহত ১০

২১ জুন : ২০ টা ছাগল নিয়ে লরিতে ব্যবসায়ীরা যাচ্ছিলেন বাজারের উদ্দেশ্যে। মাঝপথে আচমকাই ফেটে যায় লরির চাকা। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। চাকা ফাটার সময়ে লরির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। উল্টে যায় লরি। সে সময় একটা ছাগল লাফ দিয়ে বেরিয়ে আসতে পারে।

কিন্তু বাকি সব চাপা পড়ে যায় লরির নীচে। লরির নীচেই পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনাটি ঘটেছে জামশেদপুর বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কের আইমুন্ডি মোড়ের কাছে।

শুক্রবার সকালে জয়পুর থানার রামামতি, চৈতনডি গ্রামের প্রায় ২০ জন ছাগল ব্যবসায়ী একটি লরিতে করে পুরুলিয়ায় যাচ্ছিলেন মফফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই লরির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে টাল সামলাতে না পেরে উল্টে যায় লরিটি। লাফ দিয়ে নামার আগেই লরির নীচে চাপা পড়ে যান প্রায় সকলেই।

Author

Spread the News