রূপহীহাটে একই পরিবারের চারজনকে হত্যা, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : একই পরিবারের চারজনকে হত্যায় চাঞ্চল্য বিরাজ করছে রূপহীহাটের গড়জানে। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে শুক্রবার রাতে। দুর্বৃত্ত একই পরিবারের চারজনকে হত্যা করে।   ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়। ঘরে ঢুকে চারজনের গলা কেটে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্ত। হত্যার কারণ এখনও জানা যায়নি। লোমহর্ষক ঘটনা জেলায় আলোড়ন সৃষ্টি করেছে।

নিহতরা হলেন সাক্ষী সরকার, সুরধনী সরকার, সনুধর সরকার এবং সুরধর সরকার। দু ‘দিন পর ঘরে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ঘটনাটি ডাকাতের বলে অনুমান করা হচ্ছে।

রূপহীহাটে একই পরিবারের চারজনকে হত্যা, চাঞ্চল্য
Spread the News
error: Content is protected !!