মেয়ের বাড়ি যাওয়ার পথে, গাড়ি ও লরির সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু

১২ জুন : মেয়ের বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি ও লরির সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। আহত আরও ৫ জন। রায়গঞ্জের নবনির্মিত ১২ নম্বর জাতীয় সড়কের কুলিক ব্রিজ সংলগ্ন ভিটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন অলোক মণ্ডল, দুলালী সরকার, বুলা রানী সরকার, প্রশান্ত সরকার। সকলেই রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কদমতলার বাসিন্দা।

রাজকুমার সরকার ও বুলারানী সরকারের মেয়ের শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার রোলগ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে কোনও পারিবারিক বিবাদের খবর আসে রাজকুমারবাবুর কাছে। সেই খবর পেয়ে তিনি সস্ত্রীক পরিবার ও আত্মীয়দের নিয়ে হরিরামপুরে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন জগদীশপুরের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মানস সরকার। পথে ভিটি এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ, বাইপাসের একাংশে একটি লেন দিয়েই দুই লেনের গাড়ি চলাচল করছে। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ এবং রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

Spread the News