খুনের মামলায় শহরের প্রভাবশালী চার ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বরাক তরঙ্গ, ৪ জুন : খুনের মামলায় চার অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চার আসামীর সাজা ঘোষণা করে। এদিন আদালত চার আসামীর যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সাজা ঘোষণা করেন বলে জানান মামলা পরিচালনার কাজে নিযুক্ত স্পেশাল পিপি সম্রাট কর ভৌমিক। আসামিরা  হল সুমিত চৌধুরী ওরফে বাবাই, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস ও ওমর শরিফ ওরফে শোয়েব মিয়া।

উল্লেখ্য, রাজনীতির আগরতলা জ্যাকসন গেট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রামনগরের বাসিন্দা ধর্মনগরের ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাস। এক ব্যক্তি তাঁকে রক্তাক্ত অবস্থায় একটি এটিএম সেন্টারের সামনে পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। পরে কলকাতার একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ব্যাঙ্ক ম্যানেজার বোধিস্বত্ত দাসের। এরপর হত্যাকান্ডের তদন্ত শুরু করে পুলিশ। এই খুনের ঘটনায় চার অভিযুক্তের নাম উঠে আসে তারা প্রত্যেকেই শহরের নামিদামি ও প্রভাবশালী ব্যক্তি।

গ্রেফতার করা হয় সুমিত চৌধুরী ওরফে বাবাই, কলেজটিলা এলাকার ঠিকাদার সুমিত বণিক ওরফে বাপী, ট্রাফিক পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিঞা ওরফে ওমর শরিফ শরিফ। চারজনই শহরের প্রভাবশালী ব্যক্তি। শুক্রবার মামলার হত্যাকান্ডের চার বছর পর দীর্ঘ সুনানী শেষে ৫৬ জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চার জনকে দোষী সাব্যস্ত করে।

Author

Spread the News