লক্ষীপুরের চার সন্তান নিট উত্তীর্ণ, শুভেচ্ছা

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৫ জুন : সর্বভারতীয় প্রতিযোগিতামূলক নিট পরীক্ষায় ৬০৩ মার্কস পেয়ে সফলতা লাভ করেছে জুনাইদ আহমেদ। তার বাবা সিঙ্গেরবন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মা করিমুন নেছা।বাড়ি লক্ষীপুরের সিঙ্গেরবন্দ গ্রামে। তাঁদের আরেক কন‍্যা টি এম উমা বেগম এমবিবিএস কোর্স শেষ করে বর্তমানে তেজপুর মেডিক্যাল কলেজে ইনটার্নশিপ করছেন।

অভিনন্দন জানিয়ে তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

পূর্ব গোবীন্দপুরের জাকির হোসেন চৌধুরী ও রেহানা বেগম চৌধুরী দম্পতির মেয়ে আয়েশা সিদ্দিকা চৌধুরী ৬০২ মার্কস পেয়ে এবারের নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।  সর্বভারতীয় নিট পরীক্ষায় সাফল্য অর্জন করেছে লক্ষীপুর তলেনগ্রাম খুনৌ গ্রামের ভাই-বোন উমর আব্দুল্লা ও রাজিয়া সুলতানা। প্রয়াত রাজনৈতিক নেতা হাজি মোহাম্মদ চাউবা মিয়া ও শিক্ষিকা টিএম নাজিরা দম্পতির দুই সন্তান উমর আব্দুল্লা ও রাজিয়া সুলতানা। সর্বভারতীয় নিট পরীক্ষায় উমর আব্দুল্লা ৭২০ নম্বরের মধ্যে ৫৩২ নম্বর পেয়েছে এবং রাজিয়া সুলতানা ৫১৮ নম্বর পেয়ে সর্বভারতীয় এই প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই চারজনই মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী ছাত্র ছাত্রী। তাঁরা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছে। তাদের এই সাফল্যে যথেষ্ট আনন্দিত পরিবার, আত্মীয়স্বজন, পরিচিত মহল।

তাদের অভিনন্দন জানিয়ে উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আসাম এর সভাপতি আব্দুল নুর চৌধুরী, সাধারণ সম্পাদক এস নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুসাম উদ্দিন চৌধুরী, আইনজীবী আজাদ হোসেন চৌধুরী, মুখ্য উপদেষ্টা মহিবুর রহমান খান প্রমুখ।

Author

Spread the News