বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এর পাশাপাশি ধরা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। এদিকে সামনে এসেছে বাংলাদেশ থেকে অসমে প্রবেশের এক ভয়ঙ্কর মানবপাচার চক্রের জাল।
বঙাইগাঁও রেলস্টেশনে ট্রেন পৌঁছানোর পর অন্যান্য যাত্রীদের সঙ্গে নেমে আসে চারজন তরুণী। তরুণীদের আচরণ ও শারীরিক ভাষায় সন্দেহ হওয়ায় রেল পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শুরু হতেই উঠে আসে বিস্ফোরক তথ্য—চারজনই বাংলাদেশি নাগরিক এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
শুধু তাই নয়, তদন্তে জানা যায়—এক দালালচক্র প্রায় দেড় লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে এই তরুণীদের ভারতে ঢুকিয়েছে। কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল তাদের।
অসম হয়ে বাইরে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল চার তরুণীকে। কিন্তু বঙাইগাঁও স্টেশনে তল্লাশির সময় রেল পুলিশের হাতে ধরা পড়ে তারা। গ্রেফতার হওয়া চারজনের পরিচয় জানা গেছে—
মাদারীপুর জেলার শরিয়তপুর গ্রামের সুমাইয়া আখতার তাসমিয়া, পাবনা জেলার মালিগাছা গ্রামের সুহানা খাতুন আখি, গাজীপুর জেলার বালিগাঁওয়ের আবিদা চৌধুরী মিষ্টি আবিদা ও নেত্রকোণা জেলার বাইপারা রানিখং গ্রামের মিষ্টি শিরিনা আখতার ফারিয়া
সন্দেহ করা হচ্ছে, দালালচক্রটি অনৈতিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে তরুণীদের ভারতে পাচার করছিল।
ইতিমধ্যেই আটক চার বাংলাদেশি তরুণীকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে দালালকে টাকা দিলেই কি বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করিয়ে দেওয়া এতটাই সহজ হয়ে পড়েছে?


