যেকোনও সময় গ্রেফতার হতে পারেন অসমের চার ক্রিকেটার! মামলা নথিভুক্ত

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : অসম ক্রিকেটকে কলঙ্কিত করল চার ক্রিকেটার। যেকোনও সময় তাঁদের গ্রেফতার করা হতে পারে। কারণ, অসমের চার ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA)-এর দায়ের করা এজাহারের ভিত্তিতে অসম পুলিশ মামলা রুজু করেছে। গুয়াহাটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত চার ক্রিকেটারের বিরুদ্ধে ১২/২৫ নম্বরে মামলা নথিভুক্ত করেছে। মামলা রুজু হওয়ার পরই অভিযুক্ত ক্রিকেটার অমিত সিনহা, ঈশান আহমেদ, অমন ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরিয়ার গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত লখনউয়ে অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫ চলাকালীন অসম দলের মধ্যে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে এই চার ক্রিকেটারের বিরুদ্ধে। এরপরই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন অপরাধ অনুসন্ধান শাখায় চার ক্রিকেটারের বিরুদ্ধে এজাহার দায়ের করে।

অভিযোগ অনুযায়ী, এই ক্রিকেটাররা অসম দলের কয়েকজন খেলোয়াড়কে দুর্নীতির মাধ্যমে প্ররোচিত ও প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। স্পষ্টভাবে বলতে গেলে, এই চার ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এই চার ক্রিকেটারকে সাময়িক বরখাস্তও করে।

অসম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গুৱাহাটীর ক্রাইম ব্রাঞ্চে এই ক্রিকেটারদের বিরুদ্ধে ACA এজাহার দায়ের করেছিল। সেই এজাহারের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩১৬/৩১৮/৬৮ ধারায় মামলা রুজু করেছে। মামলা দায়ের হওয়ার পরই চার ক্রিকেটারের গ্রেফতার হওয়ার পথ আরও প্রশস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *