বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : বড়দিনের সামগ্রী তছনছ করা এবং বড়দিন পালন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া নেতাদের গ্রেফতার করেছে বেলশর পুলিশ। গোটা অসম জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করা নলবাড়ির বিশ্ব হিন্দু পরিষদের চার নেতাকে অবশেষে বেলশর পুলিশ গ্রেফতার করে।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন বিশ্ব হিন্দু পরিষদ নলবাড়ি জেলা কমিটির সম্পাদক ভাস্কর ডেকা, সহ-সভাপতি মানস পাটগিরি, সহ-সম্পাদক বিজু দত্ত এবং বজরং দলের নলবাড়ি জেলা সংযোজক নয়নমণি তালুকদার।
উল্লেখ্য, বুধবার উক্ত নেতাদের নেতৃত্বে নলবাড়ির বিভিন্ন প্রান্তে বড়দিনের সামগ্রী বিক্রি করা দোকানে গিয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি পানীগাঁওয়ের সেন্ট মেরিজ বিদ্যালয়ে গিয়ে যিশুর মূর্তি ভাঙচুর করা হয় এবং বড়দিন উপলক্ষে আয়োজিত সমস্ত সামগ্রী নষ্ট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ধৃত নেতাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে বেলশর থানায় মামলা নং ১১৬/২০২৫ রুজু করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে ধারা ৩২৯(৩), ৩২৬(এফ), ১৮৯(২), ৩৫১(২), ৩২৪(৩), ৩২৪(৪) এবং ৬১(২)-এর অধীনে।
বৃহস্পতিবার খ্রিস্ট ধর্মাবলম্বীরা সারা বিশ্বজুড়ে আনন্দ-উল্লাসের সঙ্গে পবিত্র বড়দিন পালন করেন। কিন্তু তার আগের দিন বুধবার নলবাড়ি ও পশ্চিম নলবাড়ির ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বড়দিনের সামগ্রী নষ্ট করে এবং বড়দিন বর্জনের হুমকি দেয়। নলবাড়ি শহরের একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মলে মজুত থাকা বড়দিনের সামগ্রীও বজরং দলের পক্ষ থেকে নষ্ট করে রাজপথে পুড়িয়ে দেওয়া হয়।
শুধু তাই নয়, হিন্দুত্ববাদী সংগঠনগুলি নলবাড়িতে কেবলমাত্র ভারতীয় মূলধারার সংস্কৃতির অনুষ্ঠানই আয়োজন করা হবে বলে হুমকি দেয় এবং ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলে। এরপর সংগঠনের কয়েকজন সদস্য পশ্চিম নলবাড়ির পানীগাঁওস্থিত সেন্ট মেরিজ ইংলিশ স্কুলে গিয়ে বড়দিনের সামগ্রী ভাঙচুর করে।


