পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান গবেষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল শ্রীভূমি জেলার সুপ্রকান্দিতে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে শুক্রবার সমগ্র শিক্ষা অসম প্রকল্পের আওতায় পল্লীমঙ্গল হাইস্কুলে একটি আধুনিক বিজ্ঞান গবেষণাগার নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বিজ্ঞান গবেষণাগার নির্মিত হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যবহারিক শিক্ষার সুযোগ পাবে, যার মাধ্যমে বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং শেখার প্রক্রিয়া হবে আরও কার্যকর ও বাস্তবমুখী। শিক্ষক-শিক্ষিকারাও পাঠদানে আধুনিক পদ্ধতি প্রয়োগের সুযোগ লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৮ লক্ষ ৯৭ হাজার ৪০০ টাকা। নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এটি এলাকার শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করবে বলে মনে করছেন শিক্ষা মহল।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জ দাস শ্রীভূমি জেলা পরিষদ সহ সভানেত্রীর সাথী কুরি প্রাক্তন জেলা পরিষদ সভাপতি তথা বিজেপি নেতা আশিস নাথ প্রাক্তন সহ সভাপতি অমরেশ রায় সহ বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়নে এমন পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়।এই প্রকল্পের মাধ্যমে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *