আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন শিলচরে
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শনিবার সকাল দশ থেকে দেড় ঘন্টাব্যাপী শিলচর অম্বিকাপট্টি স্থিত নেতাজি সুভাষ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
এদিন প্রথমে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সভাপতি নীহাররঞ্জন পাল, মহাসচিব প্রণব রায় চৌধুরী, স্বদেশ বিশ্বাস, হিল্লোল ভট্টাচার্য, মিহির নন্দী, দীপক সেনগুপ্ত, মৃদুলা ভট্টাচার্য, বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের সভাপতি সুশীল কুমার কর, সম্পাদক বিশ্বজিৎ দেব সহ অন্যান্য সদস্য ও সদস্যরা, এরপর সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বাপ্পী রায় ও বাদ্যযন্ত্রে ছিলেন সন্তোষ চন্দ সহ আরো অন্যান্য শিল্পীরা।
সভাপতি নীহাররঞ্জন পাল প্রথমে আজাদ হিন্দ সরকারের শপথ বাক্য পাঠ করে শুনান। এরপর তিনি বলেন,১৯৪৩-এর ২১ অক্টোবর নেতৃত্বভার গ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রতি বছর ২১ অক্টোবর সারা দেশে জুড়ে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আজকের দিনেই ভারতের প্রথম স্বাধীন অস্থায়ী সরকার আজাদ হিন্দ সরকারের ঘোষণা করা হয়েছিল। ১৯৪২-এ আজাদ হিন্দ ফৌজ (আইএনএ) গঠিত হয়েছিল। পরে এই বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ১৯৪৩-এর ২১ অক্টোবর নেতৃত্বভার গ্রহণ করেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ১৯৪৩ সালের ২১ অক্টোবর নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় জাপান, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, ইতালি ও বার্মার মতো আরও কয়েকটি দেশ। শেষ অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে জয় হিন্দ ধ্বনি দিয়ে।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।