নিউ শিলচর এলাকায় দুর্গন্ধযুক্ত পানীয়জল সরবরাহ, কার্যনির্বাহী প্রকৌশলীর দ্বারস্থ
বরাক তরঙ্গ, ২১ মার্চ : নিউ শিলচর এলাকায় দুর্গন্ধযুক্ত পানীয়জল সরবরাহ নিয়ে সরব হল শিলচর নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। তা নিরসনের দাবিতে বৃহস্পতিবার কাছাড় জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ১নং কার্যনির্বাহী প্রকৌশলী প্রদীপ দে-র কাছে স্মারকপত্র প্রদান করেন শিলচর প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ এবং শিলচর নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সম্পাদক হিল্লোল ভট্টাচার্য।
স্মারকপত্রে উল্লেখ করেন, নিউ শিলচর এলাকায় গত কয়েকদিন থেকে দুর্গন্ধযুক্ত পানীয়জল সরবরাহ করা হচ্ছে। এই জল পান করা তো দুরের কথা অন্যান্য কাজেও তা ব্যবহার করা যাচ্ছে না। ফলে এই অঞ্চলের বাসিন্দাদের পানীয়জল ক্রয় করতে হচ্ছে। তাঁরা বলেন, শহরে গ্যাসের পাইপলাইন বসানো ও নালার কাজ করার সময় হয়তো জলের পাইপগুলো বিভিন্ন স্থানে ফেটে যায়। ফলে নর্দমার জল ফেটে যাওয়া পাইপের অংশ দিয়ে প্রবেশ করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা বলেন এই সমস্যার দ্রুত সমাধান না হলে নর্দমার জলে মানুষের শরীরে নানা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কার্যনির্বাহী প্রকৌশলী তাঁদের অভিযোগ শুনে বলেন গত কয়েকদিন ধরে তাঁর বিভাগের পক্ষ থেকে দুর্গন্ধযুক্ত জল কোন স্থানে দিয়ে জলের পাইপে প্রবেশ করছে তা অনুসন্ধানে অভিযান চালানো হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তা বের করা সম্ভব হয়নি। তবে তাঁরা অভিলম্বে তা বের করে নেবেন বলে আশাবাদী। সাধন পুরকায়স্থ তাঁকে জিজ্ঞেস করেন জলের পাইপ কোথায় কোথায় রয়েছে তা নিশ্চয়ই অজানা নয় তাহলে গ্যাসের পাইপলাইন বসানোর সময় সেগুলো খেয়াল রাখা হচ্ছে না কেন? প্রদীপ দে বলেন, তাদেরকে বলা সত্ত্বেও তারা সঠিক ভাবে কাজের সময় তা খেয়াল করছে না। সাধন পুরকায়স্থ বলেন তা হলে বিভাগগুলোর মধ্যে বোঝাপড়া নেই। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, শিলচর শহরের নাগরিকরা চরম হেনস্থার শিকার হলেও জনপ্রতিনিধিরা যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ।
এছাড়াও অসম সরকার শিলচর পুরসভাকে কর্পোরেশনে উন্নিত করার ভাওতা দিয়ে পুরসভা নির্বাচন আটকে রেখেছে। ফলে নির্বাচিত বোর্ড না থাকায় জনগণের সমস্যা শোনার কেউ নেই। তিনি পানীয়জলের সমস্যা সমাধান না হলে যে কোন সময় ক্ষোভের বহির্প্রকাশ ঘটবে বলে হুশিয়ারি দেন।