প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রদীপ দত্তরায়

বরাক তরঙ্গ, ৩০ মে : বর্ষীয়ান নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের স্বাস্থ্যের খবর নিতে  বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

বরাকের অন্যতম বর্ষীয়ান নেতা ও রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থ বয়সজনিত রোগে শয্যাশায়ী রয়েছেন। আজ তার স্বাস্থ্যের খবর নিতে বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

এদিন তিনি কবীন্দ্রবাবুর স্বাস্থ্যের খবর নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয় আন্দোলনে তাঁর অবদানের কথাও উল্লেখ করেন। যদিও বয়স জনিত কারণে বিজেপি দলের এই বর্ষীয়ান নেতার স্মৃতি দুর্বল তবুও তিনি অনেকটাই মনে করতে পেরেছেন। তিনি প্রদীপ দত্তরায়কে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন এদিন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রদীপ দত্তরায়

পরে প্রদীপবাবু বলেন, একসময়ে আকসার পৃষ্ঠপোষক ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ। তিনি ছাড়াও প্রয়াত  নেতা বিমলাংশু রায় সহ বিজেপির অনেক নেতাই আকসার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি বলেন প্রশান্ত চক্রবর্তীর মতো যারা বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন, তাঁদের অবশ্যই এসব ইতিহাস জানা উচিত। কারণ বিশ্ববিদ্যালয় আন্দোলন বরাকের সর্বস্তরের জনগণের আন্দোলন ছিল এবং এটি অধিকার আদায়ের গনতান্ত্রিক আন্দোলনের একটি মাইলফলক হয়ে আছে এবং থাকবে।

প্রাক্তনী আকসার পক্ষ থেকে প্রাক্তন আকসা সভাপতি গীতেশরঞ্জন পাল এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!